ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশে ইসকন নিষিদ্ধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশে ইসকন নিষিদ্ধের দাবি

খুলনা: খুলনা জেলা ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে ইসকন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, আমরা ইসকনের বিরুদ্ধে বারবার কথা বলেছি, সতর্ক করেছি।

তবুও সরকার সজাগ হয়নি। তাইতো এবার সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি সন্ত্রাসী গোষ্ঠী ইসকনকে নিষিদ্ধ করার। যদি ইসকনকে আদালত নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে আলেম সমাজই প্রতিরোধ গড়ে তুলবে।

বক্তারা আরও বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। ওই সংগঠনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক। সুতরাং তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা প্রকাশ্যে মানুষ কুপিয়ে মারছে। দেশের পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ইসকনের কর্মকান্ড চলতে পারে না বলেও বক্তারা উল্লেখ করেন।

শুক্রবার (২৯নভেম্বর) বিকেলে নগরীর ডাকবাংলা মোড়ে এ সমাবেশ হয়।  

জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এএফএম নাজমুস সউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা আনম আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা মুশতাক আহমেদ।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসকনের আমদানীকারক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসকন আমদানী করে তিনি যেমন এদেশে থাকতে পারেননি তেমনি তার প্রতিষ্ঠিত ইসকনের জায়গাও এদেশে হবে না।

বক্তারা চট্টগ্রামে প্রকাশ্যে কুপিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচার দাবি করে বলেন, অন্তর্বর্তীক সরকার অ্যাডভোকেট আলিফ হত্যার বিচার করতে ব্যর্থ হলে তৌহিদী জনতার হাতে ছেড়ে দিক। তারাই এর বিচার করবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।