ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া সপ্তাহ অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৬ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা আবাসিকে অবস্থিত বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের অংশগ্রহণে চোখ ধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় সপ্তাহব্যাপী উৎসব।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এ সময় তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা এবং সাংস্কৃতিক অংশগ্রহণ উপভোগ করেন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, এই বছর শিক্ষার্থীদের সুস্থ প্রতিযোগিতা গ্রহণে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। তরুণীরা স্প্রিন্ট দৌড়, ভারসাম্য চ্যালেঞ্জ, স্কিপিং, গণিত-ভিত্তিক প্রতিযোগিতা এবং সমন্বয়-ভিত্তিক খেলা যেমন তিন-পা দৌড় এবং স্মৃতি গেমের মতো ইভেন্টগুলিতে অসাধারণ উৎসাহ প্রদর্শন করেছিল। ছেলেরা স্প্রিন্ট, শক্তি-ভিত্তিক প্রতিযোগিতা, নির্ভুল চ্যালেঞ্জ এবং আকর্ষণীয় কৌশলগত গেমের মাধ্যমে তাদের প্রতিযোগিতামূলক মনোভাবকে সামনে এনেছে।

শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক এবং কর্মীদের আনন্দঘন এবং আকর্ষণীয় খেলাধুলার মাধ্যমে উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, যা স্কুল সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং সৌহার্দ্যের অনুভূতি জাগিয়ে তোলে।



সমাপনী দিনে বর্ণিল আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, নাচ, গান ও নাট্যাভিনয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে আধুনিকতার মিশেলে সাজানো পরিবেশনাগুলো দর্শকদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় মেডেল, ট্রফি ও সম্মাননা সনদ।

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম স্পোর্টস ডে উপলক্ষে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান বলেন, প্রথম স্পোর্টস ডে উপলক্ষে আমাদের অনুভূতি অসাধারণ। আমরা আজকে একটি মাইলস্টোন ক্রস করতে যাচ্ছি। এটা একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে আমাদের স্কুলের জন্য। প্রথম স্পোর্টস ডে’র আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। শুধু আমি নই, আমাদের স্কুলের প্রতিটি স্টাফ, শিক্ষকরা, বিশেষ করে বাচ্চাদের দিকে দেখলে বোঝা যায় তাদের আনন্দের কোনো সীমা নেই।

তিনি বলেন, যেহেতু এই বছরের প্রথম জানুয়ারি থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। আর এটাই আমাদের প্রথম প্রোগ্রাম। আর স্পোর্টসের মাধ্যমে যে কোনো শিশুর মধ্যে শুধু আনন্দবোধই নয়, এর মাধ্যমে তার জীবনে শৃঙ্খলা তৈরি হয়, ফিজিকাল ফিটনেস তৈরি হয়, এর মাধ্যমে তার মনুষ্যত্ববোধ, কমরেডশিপ বা লিডারশিপের মতো গুণাবলির প্রকাশ ঘটে।

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই ক্রীড়া সপ্তাহ প্রতিষ্ঠানটির সামগ্রিক শিক্ষাব্যবস্থার মাইলফলক হিসেবে দেখছেন স্কুল কর্তৃপক্ষ। আগামী বছরেও আরও বড় পরিসরে এমন আয়োজন চলমান রাখার অঙ্গীকার করেছেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।