জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাসর সরদার ও তার সহযোগী নুহ মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) ভোরে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের পৃথক এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুহ মিয়ার বাড়িতে অভিযান চালালে তার গোয়াল ঘর থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। নুহকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মোটরসাইকেলটি ইউপি সদস্য বাসর আলীর কাছ থেকে ক্রয় করেছেন। পরে ইউপি সদস্য বাসরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। চোরাই মোটরসাইকেলটি জব্দ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
আরআইএস