ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি

ঢাকা: বাংলাদেশ এবং জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত একটি আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) স্বাক্ষরিত এই চুক্তির আওতায় জার্মানি জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন কর্মসূচি অষ্টম প্রকল্পের জন্য ৫২.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭২৪ কোটি টাকা) অর্থায়ন করবে।

২০২৪ সালের ডিসেম্বরে দুই সরকারের স্বাক্ষরিত যৌথ অভিপ্রায় ঘোষণা (জেডিআই) - জার্মান জলবায়ু ও উন্নয়ন অংশীদারত্বের (সিডিপি) পর এটিই প্রথম তহবিল। এই তহবিলের আওতায় প্রকল্পটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে অভিযোজিত ক্ষমতা জোরদার, জীবনযাত্রার অবস্থার উন্নতি, জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনা এবং জলবায়ু অভিযোজনের জন্য অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করতে সহায়তা করবে। জার্মানির সহযোগিতার পুনঃপূরণ এবং ভবিষ্যতের পরবর্তী প্রকল্পগুলোর জন্যও এই তহবিল ব্যবহার করা যেতে পারে।

বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত  আখিম ট্রস্টার দুই দেশের সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।