ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে মে দিবস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, মে ১, ২০২৫
নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে মে দিবস

নানা কর্মসূচিতে সারাদেশে ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস পালন হচ্ছে। শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন বৃহস্পতিবার (১ মে) এই দিবসটি পালন করছে।

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে।

বৃহস্পতিবার সকাল থেকে নানা আয়োজনে দিবসটি পালন করেছে প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন। বাংলানিউজের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর:

ঢাকা: মে দিবসটি উপলক্ষে রাজধানীতে ‘শ্রমিক সমাবেশ’ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ। শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন এই সমাবেশের আয়োজন করে।

ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন— জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগরী নেতারাসহ বিভিন্ন পর্যায়ে হাজারো নেতা-কর্মী অংশ নিয়েছেন।  

রাজশাহী: সকাল ৯টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মহানগরীর বর্ণালি মোড় এলাকায় থাকা শ্রম অধিদপ্তরের আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে বেলুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা।

শোভাযাত্রাটি মহানগরীর বর্ণালীর মোড় হয়ে তেরখাদিয়ায় থাকা শ্রম মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আলোচনা সভার আয়োজন করে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

এদিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটায়ও আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

মে দিবসে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এছাড়া মহান মে দিবস উপলক্ষে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো রাজশাহীতে নানান কর্মসূচি পালন করছেন।

খুলনা: মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দৈনিক আট ঘণ্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালে পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের রক্তাক্ত সংগ্রামের মধ্যদিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করে। এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অন্যতম দিন। দেশের অর্থনৈতিক উন্নয়ন-উৎপাদনের কারিগর হলো শ্রমিকরা। শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকা প্রয়োজন। কোনো শ্রমিক যেন অবহেলার শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।  

তিনি আরও বলেন, শ্রমিকদের পাওনা সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে। কর্মক্ষেত্রে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে মালিক-শ্রমিক উভয়কে সচেতন থাকতে হবে। শ্রমিকদের সঙ্গে মালিককে মিশে যেতে হবে। শ্রমিকরা মন-প্রাণ উজাড় করে কলকারখানায় কাজ করেন। শ্রমিকের সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিত করা মালিকের দায়িত্ব।

খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন— পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) মো. বেলায়েত হোসেন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ।  

স্বাগত বক্তব্য দেন— শ্রম দপ্তরের পরিচালক মো. হাফেজ আহাম্মদ মজুমদার।  

মালিক প্রতিনিধির পক্ষ থেকে বক্তব্য দেন— বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক এস হুমায়ুন কবির এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন— ওজোপাডিকো (সিবিএর) সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ও বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ গোলাম রসুল খান।  

জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।  

এর আগে দিবসটি উপলক্ষে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক-মালিক-কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নড়াইল: নড়াইলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।  

নড়াইল জেলা প্রশাসন এবং ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর যশোর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

নড়াইল জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন— স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ।  

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন— কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যশোরের পরিদর্শক মো. আরিফুল ইসলাম। এ সময় নড়াইল সদর নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

চাঁদপুর: চাঁদপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন হয়েছে। সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন— জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবালের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, জামায়াতে ইসলামী শহর শাখার আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, জেলা শ্রমকল্যাণ কেন্দ্রের চিকিৎসক মেহেদী হাসান, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু।

আরও বক্তব্য দেন— পুরান বাজার গদিঘর লেবার উন্নয়ন শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, শ্রমিক দল চাঁদপুর জেলা সভাপতি নজরুল ইসলাম বাদল, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা শাখা সহ-সভাপতি শাহ-আলম, জেলা বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা রিকশা মালিক সমিতি সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্যে দেন— জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

রাঙামাটি: যথাযথ মর্যাদায় পার্বত্য জেলা রাঙামাটিতে আড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালন হয়েছে। সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনের জেলা প্রশাসনের মিলনায়তনে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ (মারুফ)।
এর আগে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মাহমুদ খান,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলার বিভিন্ন শ্রমজীবী সংগঠন, সরকারি-বেসরকারি অফিসে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়েছে।

ঝালকাঠি: ঝালকাঠিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে ১৫টি শ্রমিক সংগঠনের শত শত শ্রমিকদের নিয়ে র‌্যালি বের হয়। এসময় তার সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কাওছার হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা অংশ নেন। র‌্যালিটি শহর ঘুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়।  

শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, কেন্দ্রীয় বিএনপির নেতা জিবা আমিন আল গাজী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন— শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম ও জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান।

এএটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।