ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিলেট-মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, মে ২৫, ২০২৫
সিলেট-মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন

সিলেট: সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২৫ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত তাদের পুশইন করা হয়েছে।

বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করা হয়। এ ছাড়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়েছে।

বিজিবি বলছে, সিলেটের বিয়ানীবাজার সীমান্তে বিলের মধ্য দিয়ে এবং মৌলভীবাজারে ঘন জঙ্গল দিয়ে তাদের বাংলাদেশে পুশইন  করানো হয়।

সিলেট বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।