ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বড়াইগ্রামে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে মানিকা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

নাটোর: নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে মানিকা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইউএনও ইশরাত ফারজানা এ বাল্যবিয়ে বন্ধ করেন।

মনিকা বড়াইগ্রাম উপজেলার চৌমুহান গ্রামের আরিফ হোসেনের মেয়ে এবং জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ইউএনও ইশরাত ফারজানা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন চৌমুহান গ্রামে আরিফ হোসেনের বাড়িতে যান।

এ সময় তিনি মেয়ের বাবা আরিফ হোসেনের কাছে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ