ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ইউপি নির্বাচন স্থগিত, মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
উল্লাপাড়ায় ইউপি নির্বাচন স্থগিত, মহাসড়ক অবরোধ

উচ্চ আদালতের নির্দেশে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

সিরাজগঞ্জ: উচ্চ আদালতের নির্দেশে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে বড়হর ইউপি নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

শনিবার ওই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন ছিল।

এদিকে, নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক বিক্ষুব্ধ জনতা ঢাকা-বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়া এলাকা রাস্তা এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।

খবর পেয়ে উল্লাপাড়া থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, নির্বাচন স্থগিতের খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী বিকেলে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম জানান, বড়হর ইউপির ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সীমানা নির্ধারণ ও ভোটার পুনর্বিন্যাসের দাবিতে স্থানীয় এক বাসিন্দা চলতি বছরের ১২ ফেব্রুয়ারি উচ্চ আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত গত বৃহস্পতিবার নির্বাচন স্থগিতের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ