ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পৃথক সড়ক দ‍ুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ফরিদপুরে পৃথক সড়ক দ‍ুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী ও ভাঙ্গা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর: ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী ও ভাঙ্গা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বোয়ালিয়া এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে হায়দার (৫০) ভাতিজা মাসুদ (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনায় বিক্ষুব্দ এলাকাবাসী বাসটি পুড়িয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক এজাজুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে সার্বিক পরিবহনের একটি বাস ভাঙ্গা উপজেলায় পৌঁছায়। এ সময় বাস থেকে নামতে গিয়ে পেছনের চাকায় পৃষ্ট হয়ে এবিএম একরামুল হক (৪৫) নামে এক যাত্রী নিহত হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ