ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘আমরা ক’জন' শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
‘আমরা ক’জন' শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বগুড়ায় উদযাপিত হয়েছে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শহরের মালতীনগরের পুরনো শিল্পকলা একাডেমিতে...

বগুড়া: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বগুড়ায় উদযাপিত হয়েছে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শহরের মালতীনগরের পুরনো শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি আব্দুস সামাদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাঙ্গিয়ে দিয়ে যাও’ গানের সঙ্গে শিল্পীদের দলীয় নৃত্যের মাধ্যমে ফুলের পাপড়ি ছিটিয়ে দর্শকদের বরণ করে নেওয়া হয়।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বগুড়া নজরুল পরিষদের সাধারণ সম্পাদক হাকিম আব্দুল মজিদ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাসিনা আক্তার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, দৌলতুজ্জামান প্রমুখ।

পরে একক নৃত্য পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য শিল্পী মার্জিয়া সুলতানা মেঘা ও জান্নাতুল ফেরদৌস সেঁজুতি।

এছাড়া অনুষ্ঠানে জারা, তুলতুল, রামিসা, রাইছা, রুবেল, নিরব, লিংকন প্রমুখ কবিতা ও নৃত্য পরিবেশনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমবিএইচ/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।