ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গরম তেলে স্ত্রীকে ঝলসে দিলেন কনস্টেবল সুজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
গরম তেলে স্ত্রীকে ঝলসে দিলেন কনস্টেবল সুজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গরম তেলে ছুড়ে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছেন কুষ্টিয়ার মিরপুরে পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র শীল (৩০)।

কুষ্টিয়া: গরম তেলে ছুড়ে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছেন কুষ্টিয়ার মিরপুরে পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র শীল (৩০)।

 

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

দগ্ধ টুম্পা শীল (২০) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কনস্টেবল সুজন চন্দ্র শীল পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুপাউড়া গ্রামের সুনীল চন্দ্র শীলের ছেলে। কুষ্টিয়ার মিরপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

দগ্ধ টুম্পা শীল অভিযোগ করেন,  বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবি করে প্রায়ই সময় তার ওপর নির্যাতন করতেন। এরই জের ধরে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাকা দেন।

‘কিন্তু শুক্রবার বিকেলে রান্না কর‍ার সময় উত্তপ্ত কড়াইয়ে থাকা গরম তেল গায়ে ছুড়ে মারেন। ’

টুম্পার ভাই পলাশ চন্দ্র শীল বাংলানিউজকে জানান, বিয়ের সময় ছেলেপক্ষকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এরপরও আরো যৌতুক দাবি করছেন তারা। এ নিয়ে প্রায়ই নির্যাতন করতেন তারা।
 
বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন তিনি।
 
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম বাংলানিউজকে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
বিএসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।