ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

স্নোবল তো নয়, যেন বাস্কেটবল!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
স্নোবল তো নয়, যেন বাস্কেটবল!

যেন সব সাদা সাদা প্রাগৈতেহাসিক ডিম। অথবা গোলকাকার সাদা সাদা রসগোল্লা। আকারে একেকটা বাস্কেট বলের মতো বড়। লাখ লাখ ডিম বা রসগোল্লায় যেন ছেয়ে গেছে মাইলের পর মাইল এলাকা।

ঢাকা: যেন সব সাদা সাদা প্রাগৈতেহাসিক ডিম। অথবা গোলকাকার সাদা সাদা রসগোল্লা।

আকারে একেকটা বাস্কেট বলের মতো বড়। লাখ লাখ ডিম বা রসগোল্লায় যেন ছেয়ে গেছে মাইলের পর মাইল এলাকা।

নাহ, ডিমও নয়, রসগোল্লাও নয়; এগুলো সবই প্রাকৃতিকভাবে তৈরি স্নোবল বা বরফের গোলা। রাশিয়ার সাইবেরিয়ার দূরবর্তী আর্কতিক উপকূল ছেয়ে যায় কোটি কোটি স্নোবলে।
 
প্রকৃতিতে এমন ঘটনা খুবই বিরল। সাইবেরিয়ার স্থানীয় পত্রিকাগুলো এসব স্নোবলকে ‘সাদা কামানের গোলা’ বলে মজা করতে ছাড়েনি। স্থানীয় অধিবাসীদের মধ্যে ছবি তোলারও হিড়িক পড়ে যায়।

‘মিরর’ পত্রিকা ‘জায়ান্ট ন্যাচারাল স্নোবলস অ্যাজ অ্যাজ বাস্কেটবলস ডিসকভারড অন রিমোট বিচ’ শিরোনামের প্রতিবেদনে জানিয়েছে, এসব স্নোবলের অস্তিত্ব প্রথমে ধরা পড়ে উপসাগরবর্তী প্রত্যন্ত গ্রাম নাইদার কাছে।

ওইখানটায় বিশ্বের সাতটি দীর্ঘতম নদীমুখ এসে মিশেছে।  
স্নোবলগুলো বিভিন্ন আকৃতির। কোনোটির আকার টেনিসবলের মতো, কোনোটির আকার বাস্কেটবলের মতো আবার কোনো কোনোটি বরফযুগের মানুষের মাথার মতো-ইয়া বড়ো।
 
ওই অঞ্চলে কর্মরত একজন গবেষক বলেন, ‘আমরা সবাই এসব দেখে বিস্ময়ে হতবাক হয়েছি। অনেকেই এগুলো দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ’

আর ভালেরি আকুলভ নামের এক গ্রামবাসীর ভাষায়, ‘এমনকি যারা খুবই প্রবীণ তারাও বলছেন জীবনে এমনটি তারাও কখনো দেখেননি। ’

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমএ/জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।