ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কামারখন্দে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
কামারখন্দে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসের চাপায় রাব্বী নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ এবং মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসের চাপায় রাব্বী নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ এবং মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে উপজেলার কোনাবাড়ি কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করে তারা।


 
এ সময় কোনাবাড়ী শহিদুল বুলবুল ডিগ্রি কলেজ ও ইসহাক উচচ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।

এতে মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে অবরোধ তুলে দেয়।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের সঙ্গে তাদের এ বিষয়ে আলোচনা হয়েছে।

১০ নভেম্বর কোনাবাড়িতে বাসের চাপায় কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ফজলে রাব্বী (১৩) নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।