ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে গরম পিচ গায়ে লেগে ৬ শ্রমিক দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ধানমন্ডিতে গরম পিচ গায়ে লেগে ৬ শ্রমিক দগ্ধ

রাজধানীতে সড়ক মেরামতের সময় গরম পিচ গায়ে লেগে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। পিচ বহনকারী গাড়ির চাকা বিস্ফোরণ হলে শ্রমিকদের গায়ে গরম পিচ ছিটকে পড়ে তারা দগ্ধ হন।

ঢাকা: রাজধানীতে সড়ক মেরামতের সময় গরম পিচ গায়ে লেগে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। পিচ বহনকারী গাড়ির চাকা বিস্ফোরণ হলে শ্রমিকদের গায়ে গরম পিচ ছিটকে পড়ে তারা দগ্ধ হন।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে ধানমন্ডি চার নম্বার রোডে এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- মনু, মুসা, শরিফ, আলম, রিপন ও সিদ্দিক হাকিম। এ ঘটনার সঙ্গে-সঙ্গে শ্রমিকদের অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢ‍ামেক) হাসপাতালে নিয়ে যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, দগ্ধ শ্রমিকরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজেডএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।