ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ৩ যুবলীগ কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
নাটোরে ৩ যুবলীগ কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নাটোরের তিন যুবলীগ কর্মীকে যারা হত্যা করেছেন তাদের শনাক্ত করে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

নাটোর: নাটোরের তিন যুবলীগ কর্মীকে যারা হত্যা করেছেন তাদের শনাক্ত করে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নাটোর প্রেসক্লাবের সামনে জেলা, পৌর ও সদর যুবলীগের ব্যানারে এ মানববন্ধন হয়।

একই দাবিতে রোববার (১১ ডিসেম্বর) ডিসি ও এসপির কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন মানববন্ধনকারীরা।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ৩ ডিসেম্বর যুবলীগ কর্মী সাব্বির, সোহেল ও আব্দুল্লাহকে সদর উপজেলা তোকিয়া বাজার থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। ৫ ডিসেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।