বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি বলেন, প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা একজন পূর্ণমন্ত্রী হবেন।
মন্ত্রিসভায় আর কোনো রদবদল হবে কিনা- প্রশ্নে তিনি বলেন, এই চারজনই। নতুন করে আর রদবদল হবে না।
আইসিটি ব্যক্তিত্ব মোস্তাফা জব্বার, সংসদ সদস্য কেরামত আলী এবং শাহজাহান কামাল নতুন করে বর্তমান সরকারের মন্ত্রিসভায় আসছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দ একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে মন্ত্রীর পদ শূন্য রয়েছে।
নতুনরা সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে শপথ নেবেন। এরইমধ্যে বঙ্গভবনে শপথের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য সরকারি যানবাহন অধিদফতরের ছয়টি গাড়ি প্রস্তুত করা হলেও সচিবালয় থেকে চারটি বিকেলের মধ্যে বেরিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮/আপডেট: ১৬৩৬ ঘণ্টা
এমআইএইচ/আরআর