ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৫, ডিসেম্বর ৩, ২০১৯
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমরাব (০২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে এ দুর্ঘটনাগুলো ঘটে। মৃতরা হলেন- জহিরুল হক (৪১) ও সুফিয়া বেগম (৬৫)।

জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়ার পথে বাইসাইকেল চালক জহিরুল হক মারা যান। আহত দুই মোটরসাইকেল আরোহী মেহেদী ও শেখ সাদী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরদির্শক (এসআই) শ্যামল আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর রায়সাহেব বাজার মোড়ে ট্রাক ধাক্কায় সুফিয়া বেগম নামের (৬৫) এক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, সুফিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।