ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৩, ডিসেম্বর ৩, ২০১৯
বরিশালে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

বরিশাল: বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে অভিযান চালিয়ে তোহা (৩৩) নামে এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহন বাজারে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে র‌্যাব-৮ এর সদস্যরা।

জানা যায়, কহিনুর বেগম নামে এক নারী চন্দ্রমোহন বাজারে তোহার কাছে চিকিৎসা নিয়ে প্যারালাইজড হয়ে যান।

এ ঘটনায় কহিনুরের পক্ষ থেকে তার স্বজনরা বিষয়টি লিখিত আকারে প্রশাসনকে জানায়। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তোহাকে আটক করা হয়। আটকের সময় তিনি রোগী দেখছিলেন।  

অভিযানকালে তোহার চেম্বার থেকে সরকারিভাবে নিষিদ্ধ কিছু ওষুধ উদ্ধার করা হয়। পরে তোহাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও জেলা সিভিল সার্জনের প্রতিনিধি মুন্সি মুবিনুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।