ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১১ দফা দাবিতে নরসিংদীতে পাটকল শ্রমিকদের ধর্মঘট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
১১ দফা দাবিতে নরসিংদীতে পাটকল শ্রমিকদের ধর্মঘট  পাটকল শ্রমিকদের ধর্মঘট। ছবি: বাংলানিউজ

নরসিংদী: উৎপাদন বন্ধ রেখে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে নরসিংদীতে ধর্মঘট শুরু করেছেন পাটকল শ্রমিকরা। 

বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার (৩ ডেসেম্বর) সকাল ৬টা থেকে নরসিংদী ইউএমসি জুট মিলের শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। বুধবার সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

ধর্মঘটে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।  

সকাল থেকেই শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে জমায়েত হয়ে দাবি আদায়ে বিক্ষোভ করতে থাকেন।

ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ধর্মঘটে উপস্থিত রয়েছেন- ইউএমসি জুট মিলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সিবিএ নেতা কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতারা।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বকেয়া মজুরি, পিএফর টাকা, বদলি শ্রমিকদের স্থায়ীকরণ ও মজুরি কমিশনসহ ১১ দফা ন্যায্য দাবি জানিয়ে আসছি। ৪টি দপ্তরের দাবি মানা হলেও পাটকল শ্রমিকদের দাবি মানা হয়নি।  

অচিরেই এ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।