ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সওজের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, ডিসেম্বর ৩, ২০১৯
সওজের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবালের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) মামলাটি করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ফিরোজ ইকবাল ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির আশ্রয় নিয়েছেন।

বিভিন্ন তফসিলি ব্যাংকের একাউন্টে সন্দেহজনক উৎস উল্লেখ করেছেন। এমনকি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। সর্বমোট এক কোটি ৫৭ লাখ টাকার হিসাব পাওয়া গেছে। যা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলন করে এর অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন করে নেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
ডিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।