ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সার্বিক তত্ত্বাবধানে সোমবার (১৬ ডিসেম্বর) এ কর্নার স্থাপন করা হয়।
এ সময় ইউনিভার্সিটির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) আশরাফ উদ্দিন, অধ্যাপক ড. আখতারুজ্জামান, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবিরসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার যোগ্য নেতৃত্বের কারণেই আজ বাংলাদেশ স্বাধীন।
আমাদের শিক্ষার্থীরা যাতে শিক্ষা জীবনের শুরু থেকেই জাতির পিতার আদর্শ চর্চায় উজ্জীবিত হয় সেই লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে তা আরও সমৃদ্ধ করা হবে।
একই সঙ্গে জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান উপাচার্য ড. নূর।
বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এনটি