ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আটক ৫ দালাল কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আটক ৫ দালাল কারাগারে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের পাঁচ দালালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বিল্লাল হোসাইন এ নির্দেশ দেন।

এর আগে, রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতাল গেট এলাকায় অবস্থান করে
দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভাগিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাবার সময় ওই পাঁচ দালালকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন- পৌর এলাকার আমলাপাড়া মহল্লার মুন্সী বেলাল উদ্দিনের ছেলে মুন্সী
মঞ্জর-এ খোদা (৩২), হোসেনপুর উত্তর মহল্লার মৃত আব্দুস সামাদের ছেলে মো. শাহীন (৩২), একই মহল্লার মৃত নাসির উদ্দিন মোল্লার ছেলে সবুর উদ্দিন মোল্লা (৩৫), হোসেনপুর দক্ষিণের মৃত আবু ছাইদ শেখের ছেলে মো. সোহাগ হোসেন (৩৬) ও হোসেনপুর মধ্যপাড়া মহল্লার মৃত বাহাদুর শেখের ছেলে মামুন শেখ (৪০)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন সাহা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে হাসপাতাল গেট এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ দালালকে হাতেনাতে আটক করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।