ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশিদের ই-ভিসা দেবে উজবেকিস্তান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
বাংলাদেশিদের ই-ভিসা দেবে উজবেকিস্তান

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের ই- ভিসা দেবে উজবেকিস্তান। এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

রাজধানীর একটি হোটেলে উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠক শেষে ড. মোমেন জানান, উজবেকিস্তানের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা দেশটির সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে চাই।

তিনি বলেন, উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। তারা আমাদের দেশের নাগরিকদের ই-ভিসা দেবে। এছাড়া ঢাকা-তাসখন্দের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু হবে বলে প্রত্যাশা করছি।

ড. মোমেন জানান, ঢাকায় উজবেকিস্তানের কোনো দূতাবাস নেই। দূতাবাস না খুললেও তারা যেন এখানে একটি কনস্যুলেট অফিস খোলে সে জন্য অনুরোধ জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।