ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাইমুড়ীতে মাদকদ্রব্যসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
সোনাইমুড়ীতে মাদকদ্রব্যসহ আটক ২

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে গাঁজা, মদ, ফেনসিডিল ও টাকাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

 

এর আগে, সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার নদোনা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নদোনা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ হোসেন রবি (২৫), বারগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাবিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে রিয়াজুল করিম রায়হান (২৫)।
 
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে নদোনা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের নতুন পোদ্দার বাড়ির আব্দুল আজিজের বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। পরবর্তীকালে তাদের দেওয়া তথ্য মতে পৌরসভার পাপুয়া এলাকার দুলাল মিয়ার নতুন বাড়ির সাইফুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল, ২৯ বোতল মদ এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।  

ওসি আরও জানান, এ ঘটনায় আটক আসামিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।