ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি ১৭ বছর পর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি ১৭ বছর পর আটক

ময়মনসিংহ: দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার আসামি মো. আল মাসুমকে (৪২) ১৭ বছর পর আটক করেছে র‌্যাব। মাসুম ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজারভুক্ত পলাতক আসামি।

   

গৌরীপুর উপজেলার মাওহা লক্ষ্মীনগর এলাকার ডা. আব্দুস সালামের ছেলে মাসুম নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য।  

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৫ আগস্ট) দিনগত মধ্যরাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়।  

র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার আসামি মাসুম নিজের পরিচয় গোপন করে এতোদিন পলাতক ছিলেন।  

তিনি আরও জানান, ঘটনার দিন সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সারাদেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ মোট ৪৫০ স্থানে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

এ হামলায় নিহত হন দু’জন এবং আহত হন দুই শতাধিক মানুষ। এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।