ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

২১ আগস্ট ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
২১ আগস্ট ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন

ঢাকা: রোববার (২১ আগস্ট) সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে স্বাভাবিকভাবেই যানবাহনের চাপ থাকবে বেশি।

এর মধ্যে এদিন প্রেস ক্লাব, পল্টন ও গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় সকাল থেকেই যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ডিএমপি জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে।

এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেসক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

ফলে এসব এলাকার সড়কে সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

তাই উল্লেখিত এলাকায় চলাচলের ক্ষেত্রে ঢাকা নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।