ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিজয়নগরে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
বিজয়নগরে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

ঢাকা: রাজধানীর পল্টন থানার বিজয়নগরে ‘হোটেল ৭১’- এর পেছনে একটি তিন তলা ভবনের ওপরের তলায় (টিনশেড) আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

বুধবার (২৪ আগস্ট) ফায়ার সার্ভিস সদর দপ্তর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সেখানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট যোগ দিয়েছে।  

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা  সোয়া ৭টার দিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সালাউদ্দীন মিয়া ঘটনাস্থল থেকে বাংলানিউজকে এই তথ্য জানান।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তৃতীয়তলা ভবনের দ্বিতীয়তলা পর্যন্ত পাকা।  দ্বিতীয়তলায় একটি হোটেল আছে। আর তৃতীয়তলা পুরোটাই টিন দিয়ে তৈরি। সেখানে ইলেকট্রনিক্স সরঞ্জামের (টিভি মেরামতের কারখানা) একটি কারখানা আছে বলে আমরা জানতে পেরেছি।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।