ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
সিরাজগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

সিরাজগঞ্জ: প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
বুধবার (২৪ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ পৌরসভা এলাকার বড় বাজার, সয়াধানগড়া ও বাজার স্টেশন এবং বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

মাহমুদ হাসান রনি বাংলানিউজকে জানান, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে না দেওয়ায় কেবলস বিক্রেতা দু’জনকে ২০ হাজার করে ৪০ হাজার, ইলেকট্রনিক্স একটি শো-রুমকে ৩০ হাজার; পণ্যের মোড়কে মূল্য, ওজন ও উৎপাদনের তারিখ না থাকায় বিসমিল্লাহ আজমিরী ফ্লাওয়ার নামে একটি মিলসের মালিককে ৩০ হাজার ও সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কাজ করায় হোটেল জলিলকে ২০ হাজারসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।