ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পলাতক অপহরণকারী শাহিদা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
পলাতক অপহরণকারী শাহিদা গ্রেফতার

ঢাকা: ঢাকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে বহুল আলোচিত শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহিদা ওরফে আনোয়ারা আক্তারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোরে রূপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী শাহিদা ওরফে আনোয়ারা আক্তারকে গ্রেফতার করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহিদা অপহরণের বিষয়টি স্বীকার করেছে। সে ২০০৮ সালে দুই বছরের শিশু রাফিকে অপহরণ করেন এবং অপহরণের পর আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত শিশুসহ ধরা পড়েন এবং ৪ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পান। পরে জামিনে মুক্তি পেয়ে আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকেন। আদালত থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।