ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু

ঢাকা: শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন। রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরিন শারমিন আহমেদ চৌধুরী।

করোনাভাইরাস পরিস্থিতির কথা চিন্তা করে এবারও অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে।

অধিবেশনের আগে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। করোনার নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে সংশ্লিষ্টদের সংসদ ভবনে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।

অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতে যথারীতি শোক প্রস্তাব উপস্থাপিত হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ১২ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।