গাজা এখন জ্বলছে। সারা বিশ্বকে স্তম্ভিত করে গাজায় চলছে নারকীয় গণহত্যা, তাণ্ডব।
কিন্তু এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভে কিছু সুযোগসন্ধানী বিভিন্ন স্থানে দোকানপাটে হামলা করেছে, লুটপাট, অগ্নিসংযোগ করেছে। একটা ভালো কাজ কীভাবে কিছু খারাপ মানুষের জন্য নষ্ট হয়, তার এক নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি হলো গত ৭ এপ্রিল। এসব ঘটনা কোনোভাবেই ইসরায়েলের প্রতি ক্ষোভের প্রকাশ নয়। যারা ঘটনাগুলো ঘটিয়েছে, তারা সুস্পষ্টভাবে অপরাধী, সুযোগসন্ধানী এবং লুটেরা। এরা দুর্বৃত্ত, অপরাধী। এই ধ্বংসাত্মক তৎপরতায় না পবিত্র ইসলাম ধর্মের প্রতি সুবিচার করা হয়েছে, না গাজাবাসীর প্রতি জানানো হয়েছে সহানুভূতি। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট বরং বিশ্বজুড়ে নেতিবাচক ধারণা সৃষ্টি করবে। যারা এসব অপকর্ম করেছে তারা শুধু বাংলাদেশের ক্ষতি করেনি, পবিত্র ধর্মকে অবমাননা করেছে।
বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়। বাংলাদেশের জনগণ হিংসা, হানাহানি অপছন্দ করে। একে অন্যের সঙ্গে মমতার বন্ধনে থাকতে চায়। কিন্তু যখন এ দেশের মানুষ প্রতিবাদে মুখর হয়, তখন তার অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে। এ দেশের মানুষ বারবার এটা প্রমাণ করেছে। কিন্তু কোনো কিছু লুটপাট করা, দুর্বৃত্তায়ন ইত্যাদি আমাদের সংস্কৃতি নয়। বরং অন্যের আমানত হেফাজত করাই আমাদের ঐতিহ্য।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাম্প্রতিক সময়ে লুটপাটের প্রবণতা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। কিছু কিছু সুযোগসন্ধানী দুর্বৃত্ত সুযোগ পেলেই বিভিন্ন স্থানে লুটপাট, হামলা এবং ভাঙচুর করছে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের সময় থেকেই আমরা এই দুর্বৃত্তদের অপতৎপরতা লক্ষ করছি। সাধারণ মানুষ এতে বিরক্ত। তারা এই ঘৃণ্য তৎপরতাকে ঘৃণা করে। ৫ আগস্টের পর আমরা দেখলাম কিছু সুযোগসন্ধানী বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাল। তারা টার্গেট করে বিভিন্ন বাড়িতে গিয়ে লুটপাট করল। একজন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ থাকতেই পারে। ব্যক্তির দুর্নীতি, গণহত্যা বা অপরাধের বিচার আইনের বিষয়। যখন কোনো ব্যক্তিকে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়, তখন তার বিচারের জন্য নির্দিষ্ট আইন আছে। আইন অনুযায়ী তার বিচার হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই বিচারপ্রক্রিয়া শুরু করেছে। কিন্তু বিচার নিজের হাতে তুলে নেওয়া এবং বিচারের নামে তার বাড়িঘর ভাঙচুর, লুটপাট করা কোনো সভ্যসমাজের কাজ নয়। এটি যারা করেছেন তারা শুধু অসভ্য বর্বর নন, তারা দেশদ্রোহীও বটে। এরা দেশের জন্য ক্ষতিকর। এই রাষ্ট্রের জন্য বিপজ্জনক।
বাংলাদেশে গাজাবাসীর সমর্থনে যে বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে সেটি অবশ্যই সমর্থনযোগ্য। বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণসমাজ এই প্রতিবাদ-বিক্ষোভে সবার আগে সামনে এসে দাঁড়িয়েছে। তারা ৫ আগস্টের মতোই রাজপথে নেমে গাজাবাসীর প্রতি তাদের সমর্থন এবং সংহতি ব্যক্ত করেছেন। এটা অত্যন্ত আশার কথা। এর ফলে সারা বিশ্বের মুসলিম সমাজের জন্য বাংলাদেশ সমর্থনের বার্তা দিয়েছে। কিন্তু এই পুরো আয়োজনকে নষ্ট করে দিয়েছে কিছু লুটেরা দুর্বৃত্ত। তারা ভাঙচুর এবং লুটপাট করে একটা ভিন্ন বার্তা দিয়েছে। এমন সময় তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, যখন বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছিল। শতাধিক বিদেশি বিনিয়োগকারী ঢাকায় অবস্থান করছিলেন। চার দিনের সম্মেলনে ৫০টি দেশের উদ্যোক্তাদের উপস্থিতিতে দেশে এই ঘটনা জঘন্য নিন্দনীয়। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী দিনে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছিলেন। এরকম সময়ে এই হামলা এবং লুটপাটের ঘটনা বাংলাদেশ সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের একটা নেতিবাচক ধারণা দেবে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হবে, তৈরি হবে নিরাপত্তাহীনতা।
কিছু দিন ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে শঙ্কা প্রকাশ করা হচ্ছে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। এ রকম শঙ্কার অন্যতম কারণ সব লুটপাট এবং বিচার নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা। ৫ আগস্টে বিভিন্ন স্থাপনায় হামলা, বিভিন্ন বাসাবাড়িতে হামলা, ধানমন্ডি ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়া ইত্যাদি ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নেয়নি।
অনেকেই মনে করেন, উগ্র মৌলবাদী গোষ্ঠী এসব ধ্বংসাত্মক তৎপরতার মূল হোতা। এর সঙ্গে যুক্ত হয়েছে হিযবুত তাহরীরের সাম্প্রতিক তৎপরতা। ভারতে এসে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড বলেছেন, ‘বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। ’ বিশ্বজুড়ে যখন বাংলাদেশের বিরুদ্ধে এ ধরনের প্রচারণা হচ্ছে, ঠিক সে সময় কেএফসি, বাটা বা পিৎজাহাটে সংঘবদ্ধ আক্রমণের ঘটনা উদ্বেগজনক নয় শুধু, বাংলাদেশের জন্য ভীষণ ক্ষতিকর। এর ফলে বিশ্বে বাংলাদেশ সম্পর্কে একটা ভুল বার্তা যাবে। এত দিন ধরে যে প্রচারণাগুলো বাংলাদেশ সম্পর্কে হচ্ছিল, এ দেশে উগ্র মৌলবাদীরা ক্ষমতা দখল করেছে বা ৫ আগস্টের পট পরিবর্তনের পর উগ্র মৌলবাদীদের দাপট বেড়েছে সেই বক্তব্যগুলো আরও শক্ত ভিত্তি পাবে।
পৃথিবীর বিভিন্ন দেশেই গাজার গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে ব্যাপক বিক্ষোভ। এসব বিক্ষোভে তো কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। কেউ ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট লুট করেনি। বাংলাদেশে কেন ঘটল?
বাংলাদেশের মানুষ কখনো এ ধরনের লুটপাট বা অগ্নিসংযোগ করে না। বরং বিশ্বের বড় বড় উন্নত দেশে আমরা লক্ষ করি সেখানে এক মিনিটের জন্য বিদ্যুৎ গেলে ভয়ংকর কাণ্ড ঘটে, লুটপাট, ধর্ষণের মতো ঘটনা ঘটে ব্যাপকভাবে। সৃষ্টি হয় অরাজকতা। বাংলাদেশ সেখানে উজ্জ্বল একটি ব্যতিক্রম। বিদেশের মানুষ একে অন্যকে পাহারা দেয়। একে অন্যের সম্পদ সংরক্ষণ করে। এ দেশের গ্রামে অনেক বাড়িতে রাতে দরজা দেওয়া হয় না। খোলা উঠোনে তারা একসঙ্গে সময় কাটায়। এ দেশের মানুষ কোনো কিছু পড়ে থাকলে তুলে নেয় না। এ দেশের মানুষ যেকোনো দোকানপাটে গিয়ে ভাঙচুরে অভ্যস্ত নয়। বরং এ ধরনের ঘটনা যখন ঘটে, তখন সাধারণ মানুষ বাধা দেয়, প্রতিরোধ করে। এ দেশের সিংহভাগ মানুষ সম্প্রীতির বন্ধন এবং একটি শান্তিময় জীবনযাপনে আগ্রহী।
কিন্তু ইদানীং কিছু দুর্বৃত্ত সুপরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। দেশের বিপুল জনগোষ্ঠীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফলে একদিকে যেমন বাংলাদেশের জনগণের মধ্যে সৃষ্টি হচ্ছে আতঙ্ক, নিরাপত্তাহীনতা, অন্যদিকে বাংলাদেশ সম্পর্কে বিশ্বের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কখনো মানবতার পূজারি নয়। গাজার গণহত্যা নিয়ে তাদের কোনো আবেগ আছে বলে মনে হয় না।
কারণ যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে, তারা জুতা, জিনিসপত্র ইত্যাদি নিয়ে দুর্বৃত্তের মতো পালাচ্ছে। এরা কী শুধু লুট করার জন্য করেছে, না এর পেছনে সুদূরপ্রসারী একটি ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। আশার কথা, পুলিশপ্রধান এ ঘটনার পর কঠোর বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘যারা এই সমস্ত হামলার সঙ্গে জড়িত, তারা লুটপাটকারী। ’ তাদের অবিলম্বে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বিডার নির্বাহী পরিচালকও এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বাংলাদেশ অর্থনীতিতে একটা কঠিন সময় পার করছে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করেছেন। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা। এর ফলে বাংলাদেশের পোশাক খাতে বড় ধরনের বিপর্যয় নামার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। ৫ আগস্টের পর বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। বিভিন্ন কারখানায় আগুন দেওয়া হয়েছে। সব ঘটনা ঘটিয়েছে এই দুর্বৃত্তরাই। এই কারখানাগুলো এখন পর্যন্ত খোলেনি। বহু শ্রমিক বেকার হয়ে আছে।
এখন যদি এ ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাহলে শুধু বিদেশি উদ্যোক্তারা নয়, দেশের উদ্যোক্তারাও তাদের উৎসাহ হারিয়ে ফেলবেন। কারও বিনিয়োগ এভাবে আগুনে পুড়ুক তা কেউ চায় না। জেনেশুনে কেউ লুটেরাদের হাতে নিজের সারা জীবনের অর্জিত সম্পদ ধ্বংস হতে দেবে না। আর এ কারণেই গত সোমবার যে ঘটনা ঘটেছে, তা বেসরকারি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য একটা ভয়ংকর বার্তা দিল।
ফলে আবার অনিশ্চয়তার মধ্যে পড়বেন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। নতুন করে বিনিয়োগের জন্য তারা দশবার চিন্তা করবেন। সরকারের উচিত লুটেরাদের কেবল গ্রেপ্তার নয়, যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো। একজন মানুষ তার সারা জীবনের সম্পদ সঞ্চয় দিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি শুধু তার আয়ের একমাত্র উৎস নয়, এই প্রতিষ্ঠানে চাকরি করা অনেকের আয়-রোজগারের একমাত্র পথ। এরকম বাস্তবতায় যখন একটি প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠানটি লুট হয়ে যায় তখন ওই উদ্যোক্তা কেবল নিঃস্ব হন না। নিঃস্ব হয়ে যায় বাংলাদেশ। বিষয়টি মাথায় রাখতে হবে। কাজেই অনেক হয়েছে। ৫ আগস্টের পর বাংলাদেশে যেভাবে থেমে থেমে লুটপাট এবং মব তাণ্ডব চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এ দেশের জনগণকে। ব্যবস্থা নিতে হবে সরকারকে এবং তা এখনই।
লেখক: অদিতি করিম, নাট্যকার ও কলাম লেখক
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসএএইচ