ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুক্তি পেলেন বিএনপি নেতা খোকন-মিলন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
মুক্তি পেলেন বিএনপি নেতা খোকন-মিলন

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন মুক্তি পেয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ২ টায় কেরানীগঞ্জ কারাগার থেকে তারা মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রাশেদুল হক।

তিনি জানান, তাদের জামিন-নামা গতকাল মঙ্গলবার কারাগারে পৌঁছায়।  প্রক্রিয়া শেষে আজ তারা মুক্তি পেয়েছেন।

দলের নেতাকর্মীরা কারাগারের সামনে তাদের ফুলেল শুভেচ্ছা জানান। গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে চারশোর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় খায়রুল কবির খোকন ও ফজলুল হক মিলনকেও পুলিশ গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।