ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

রাজনীতি

নরসিংদীতে বিএনপির কার্যালয় ভেঙে ‘মরার জন্য অপেক্ষা কর’ হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
নরসিংদীতে বিএনপির কার্যালয় ভেঙে ‘মরার জন্য অপেক্ষা কর’ হুমকি

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা দেয়ালে নানা হুমকি দিয়ে যায়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার চরসুবুদ্দির বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দিয়ে যায়। পরে কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা। কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চরসুবুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি দানিছ মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।

রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ বলেন, বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিক তদন্তও করেছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।