রংপুরে হত্যাচেষ্টা মামলায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর নগরীর রেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
তিনি বলেন, তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ওমর ফারুক আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসআরএস