ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
পটুয়াখালীতে আ.লীগের ২ পক্ষের সংঘর্ষে আহত ১০

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন।



রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চরমন্তাজ ইউনিয়নের সূলিজ বাজারে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে হাসান (২৫) ও নজরুল পন্ডিতকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চরমন্তাজ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নাজমুল হুদা বাংলানিউজকে জানান, সকালে তার কর্মী- সমর্থকরা মিছিল নিয়ে সূলিজ বাজার অতিক্রম করছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু মিয়ার কর্মী-সমর্থকরা তাদের উপর হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এতে ১০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমন বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।