ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাউন্সিলের জন্য ভেন্যু পায়নি বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
কাউন্সিলের জন্য ভেন্যু পায়নি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: ১৯ মার্চ  জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কাউন্সিলের দিন নির্ধারিত থাকলেও এখন পর্যন্ত ভেন্যুর অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রোববার (১৪ ফেব্রুয়ারি)  নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ তথ্য জানান তিনি।



ফখরুল বলেন, ‘আগামী ১৯ মার্চ দলের ষষ্ঠ কাউন্সিল করতে তিনটি ভেন্যুর জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো চিঠিরই জবাব পাওয়‍া যায়নি।

তিনি বলেন, ‘কাউন্সিল ও জেলা সম্মেলনের মাধ্যমে আমাদের সাংগঠনিক তৎপরতা বেড়েছে, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় বেড়েছে।

ফখরুল বলেন, কাউন্সিলের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করে দেওয়া হয়েছে। তারা পুরোদমে কাজ শুরু করেছেন। ’

তিনি বলেন, ‘আমাদের কাউন্সিল অধিবেশনের জন্য ৩ হাজার লোকের সংকুলান হয়  এ রকম হলরুম প্রয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুমতি পেলে আমাদের ভাল হয়। আশা করছি কর্তৃপক্ষ আমাদের সেখানে অনুমতি দেবেন। এছাড়া সবশেষ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে টার্গেটে রেখেছি আশা করি আমরা অনুমতি পাবো। ’

বিএনপির জেলা সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় কাউন্সিলের আগে আমরা বিভিন্ন জেলা ও উপজেলা সম্মেলন শুরু করেছি। আশা করি আসন্ন কাউন্সিলের আগে আমরা অধিকাংশ জেলা সম্মেলন শেষ করতে পারবো। এজন্য বেশ কয়েকটি কমিটি করে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত দলের সিনিয়র নেতারা জেলাগুলো সফর করছেন। কিন্ত আমাদের হল ভাড়া দেওয়া হচ্ছে না। নানা প্রতিবন্ধকতার মধ্যেই আমরা কাজগুলো শেষ করছি। ’

সরকারের দীর্ঘদিনের দমন-পীড়নে বিএনপি যে বিপর্যস্ত অবস্থায় পড়েছিল কাউন্সিলের মাধ্যমে সে অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হবে বলেও জানান তিনি।

ইউপি নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও বিএনপি অংশ নিয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন গণতেন্ত্রর জন্য সহায়ক ‍ভূমিকা হবে না।

গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য ইরোপীয় ইউনিয়নের সংলাপের তাগিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো আলাপ-আলোচনা করতে চাই। সরকারই আগ্রহ দেখাচ্ছে না। ’

তিনি বলেন, ‘গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বিরোধীদলের সঙ্গে আলাপ আলোচনায় বসবে। ’

২০১৯ সালের আগে জাতীয় নির্বাচন হবে না -ক্ষমতাসীনদের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইমিডিয়েট জাতীয় নির্বাচন চাই। ’

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।