ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

সারাদেশ

ডেমরায় মিলল যুবকের হাত-পা বাঁধা লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জুলাই ৭, ২০২৫
ডেমরায় মিলল যুবকের হাত-পা বাঁধা লাশ

ঢাকা: রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।

বয়স আনুমানিক ২৬ বছর।

সোমবার (৭ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দিপংকর কুমার দেবনাথ উল্লেখ করেন, রোববার দুপুরে আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্টের পাশে রাস্তায় পড়ে ছিল মরদেহটি। লাশের দুই হাত বাঁধা ছিল। এছাড়া গলায় কাপড়ের বেল্ট দিয়ে শ্বাসরোধ করা অবস্থায় ছিল।  

আরও উল্লেখ করেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ছিল জখম রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তার হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তার পরনে রয়েছে কালো রঙের গেঞ্জি আর জলপাই রঙের টাউজার।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।