ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

যুদ্ধবিমান বিধ্বস্ত: ভোলায় মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, জুলাই ২৮, ২০২৫
যুদ্ধবিমান বিধ্বস্ত: ভোলায় মাসুমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা  মাসুমার কবর জিয়ারত করেন বিমান বাহিনীর সদস্যরা

ভোলা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় নিহত অফিস সহকারী (আয়া) মাসুমা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মাসুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিমান বাহিনীর ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল।

এসময় কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর মাসুমার বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান তারা। পাশাপাশি স্থানীয় একটি মাদরাসা ও এতিমখানায় বিমান বাহিনীর পক্ষ থেকে মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় বিমান বাহিনীর রাডার ইউনিট বরিশালের সহ-অধিনায়ক উইং কমান্ডার সরোয়ার জাহান বলেন, আমরা সবার জন্য সমব্যথী। তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। তবে খুশির বিষয় হলো-অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিহত মাসুমার পরিবারকে যত রকমের সহযোগিতা দরকার, আমরা তা করব। আমরা এ ব্যাপারে যথেষ্ট পজিটিভ ও সব সময় তাদের পাশে থাকব।

গত সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হলে আহত হন মাসুমা বেগম (৩৮)। তিনি ওই স্কুলে আয়া হিসেবে কর্মরত ছিলেন। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

রোববার ভোরে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। সকাল সাড়ে ৯টায় মোল্লারহাট গ্রামের পারিবারিক কবরস্থানে মাসুমাকে দাফন করা হয়।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।