ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে: হাসনাত আবদুল্লাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, জুলাই ২৮, ২০২৫
আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে: হাসনাত আবদুল্লাহ

নেতাকর্মীদের চাঁদাবাজ, তেলবাজ থেকে দূরে থাকার নির্দেশনা দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহের টাউন হল মাঠে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে গণজমায়েতে তিনি এ কথা বলেন।

 

হাসনাত আবদুল্লাহ বলেন, এক ধরনের নেতাকর্মী আছে যারা সেলফিবাজ। ওদের কোনো কাজে পাওয়া যায় না। ওরা সেলফি বাণিজ্য করে। এদের প্রতিহত করতে হবে। আগের নিজের ঘর ঠিক করতে হবে। নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে।  

এনসিপি নেতাকর্মীদের তিনি বলেন, উৎসুক জনতা নিয়ে অনেক দূর যাওয়া যায় না। সাধারণ মানুষের কাছে যান। তাদের সমস্যা শোনেন, চাঁদাবাজ, তেলবাজদের দূরে রাখুন।        

সবাইকে সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি। কিন্তু আমাদের নাম, পরিচয় ব্যবহার করে, অনেকে এনসিপির ব্যানার ব্যবহার করে চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছে।  

তিনি আরও বলেন, আমাদের যারা নেতাকর্মী আছেন, আমরা মুখে নতুন বন্দোবস্তের কথা বলব আর আপনি গিয়ে করবেন চাঁদাবাজি করবেন এসব বরদাশত করা হবে না। এত নেতার দরকার নাই। এনসিপি চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না।

প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গণজমায়েতে এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক জাবেদ রাসিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, সামান্ত শারমিন প্রমুখ।

এর আগে দলটির নেতাকর্মীরা নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ রিদোয়ান হাসান সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু করে টাউন মাঠে আসে। গণজমায়েত পূর্ব এই পদযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি শহীদ পরিবারের সদস্য এবং আহতরা জুলাই যোদ্ধারা অংশ নেন।

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।