বাগেরহাট: পাপিষ্ঠ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই। ওরা তো পাপিষ্ঠ ওদের বিচার চলছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু এসব কথা বলেন।
এর আগে দুপুর সাড়ে ১২ টায় উপজেলার এসিলাহা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
সম্মেলনে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, ব্যারিস্টার জাকির হোসেন কাজী মনিরুল ইসলাম, কাজী কায়রুজ্জামান শিপন, রুনা গাজী, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।
এদিকে সম্মেলনের দ্বিতীয়ার্ধে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দু’জন সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য ভোট গ্রহন শুরু হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে শহিদুল হক বাবুল, অধ্যাপক আব্দুল আউয়াল ও এফ.এম. শামীম আহসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ফকির রাসেল আল ইসলাম, মেহেদী হাসান ইয়াদ ও আফজাল হোসেন জোমাদ্দার। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এরা হচ্ছেন অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, খেলাফত হোসেন খসরু, মো. ইউনুস আলী আকন, মো. জাহাঙ্গীর হাসান লাভলু ও মো. ফিরোজ তালুকদার। ১৬টি ইউনিয়ন থেকে মোট ১ হাজার ১৩৬ জন ভোটার এতে ভোট প্রদান করবেন। ভোটার ছাড়াও উপজেলার ১৬টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
এমআরএম