কুমিল্লা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে কুমিল্লার হোমনায় অভিযুক্ত যুবকের বাড়ি ও পাশের মাজারে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত মহসিন (৩৫) হোমনা উপজেলার আছাদনগর গ্রামের ফকির বাড়ির আলেকশাহের ছেলে।
স্থানীয়রা জানান, বেমজা মহসিন নামক ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় জনতা বিক্ষুব্ধ হয়ে মহসিনকে ধরে থানায় নিয়ে যান। বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
এদিকে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মহসিনের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন। এসময় পাশের মাজারেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। এ ঘটনায় কারো কোনো ইন্ধন আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
এসআই