ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত খুবি শিক্ষার্থী রিংকির দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সড়ক দুর্ঘটনায় নিহত খুবি শিক্ষার্থী রিংকির দাফন সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স থেকে রিংকির লাশ নামিয়ে দাফনের জন্য নেওয়া হচ্ছে নিজ বাড়িতে

রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির লাশ গাইবান্ধার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে রিংকির লাশ বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জেলার পলাশবাড়ী উপজেলায় হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। এ সময় রিংকির পরিবার ও আত্মীয়-স্বজন লাশ গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহটি ভবানীপুর গ্রামের বাড়িতে নেওয়া হয়।  
লাশ গ্রহণের সময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিহত রুবিনা আফসানা রিংকির বাড়ি পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তার বাবা মো. আব্দুর রহমান বরিশাল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রিংকি ছিলেন বড়। বড় মেয়েকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ, আর ছোট ভাইয়ের চোখের পানি থামছে না।

লাশ পৌঁছানোর পর তাকে এক নজর দেখতে ভিড় জমায় গ্রামের মানুষ। রিংকির মৃত্যুতে পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এর আগে এদিন দুপুরে রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুবি শিক্ষার্থী রিংকি নিহত হন এবং আহত হন একই গাড়িতে থাকা তার ১১ জন সহপাঠী। সাজেক ভ্রমণের সময় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রিংকি খুবির পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।

বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সেনানিবাস থেকে রিংকির লাশ হেলিকপ্টারে গাইবান্ধার উদ্দেশে রওনা হয়।

** সাজেকের আহতরা চমেকে, রিংকির লাশ খুলনায় গেল এয়ার অ্যাম্বুলেন্সে

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।