মেহেরপুরে ভৈরব নদে পড়ে মোহাইমিনুল ইসলাম নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ মোহাইমিনুল জেলা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাইমিনুলের সঙ্গে আরও তিন বন্ধু ভৈরব নদে গোসল করতে নামে। সে নদের কূলে বসে ছিল, আর তিন বন্ধু পানিতে গোসল করছিল। হঠাৎ মোহাইমিনুল নদে পড়ে যায়। তার বন্ধুরা সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দিলে স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। তবে সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআরএস