গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আমবাগ নজরদিঘি এলাকায় প্রথমে একটি ঝুটের গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে কোনাবাড়ী মডার্নসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। গুদামগুলোতে ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
আরএস/জেএইচ