দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক শূন্য।
ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য মতে, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠেছিল।
স্থানীয় সময় রোববার (১১ জুন) রাত ২টার দিকে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এসময় গৌতেং প্রদেশের ভবনগুলো কেঁপে ওঠে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের পাশেই দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর এবং বাণিজ্যিক কেন্দ্র জোহানেসবার্গ অবস্থিত।
পুরো প্রদেশের বাসিন্দারা এ কম্পন অনুভব করেছেন। অনেকে ছোটখাটো কিছু কাঠামোগত ক্ষতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমএইচএস