ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্পেনের দাবানল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্পেনের দাবানল

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হলো টেনেরিফে। সেখানেই পাহাড়ের জঙ্গলে দাবানল ভয়ংকর আকার নিয়েছে।


 
২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আটশ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকাজুড়ে জঙ্গল জ্বলছে।

স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিহো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। পরিস্থিতি ভয়ংকর।

তিনি জানান, এখন প্রথম লক্ষ্য হলো আগুন যাতে আর না ছড়ায়। তারপর যে জায়গাগুলো জ্বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা।

১৪টি উড়োজাহাজকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। সেইসঙ্গে ২৫০টি দমকল কাজ করছে। সেনারাও আগুন নেভানোর কাজে নেমেছে।
 
টেনেরিফে কাউন্সিলের দাবানল বিশেষজ্ঞ ভিকি পালমা বলেন, রাতের দিকে আরও জোরে হাওয়া বইতে পারে। ফলে বৃহস্পতিবার দাবানল আরও ছড়ানোর শঙ্কা থেকে যাচ্ছে।  

কাউন্সিলের আরেক সদস্য রোসা জানিয়েছেন, পাহাড়ের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে।

মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়ে গেছে। এ পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরানো হয়েছে।

টেনেরিফের দুইটি বিমানবন্দর এখনো চালু আছে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি শুকনো গরম পড়েছিল। ফলে জঙ্গল একেবারে শুকনো হয়ে গিয়েছিল। গরমের সময় এখানে বেশ কয়েকটি দাবানল লেগেছিল। কিন্তু সেগুলি সাফল্যের সঙ্গে নিভিয়ে ফেলা হয়। কিন্তু এবারের পরিস্থিতি রীতিমতো ভয়ংকর আকার নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।