ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হুথি লক্ষ্যবস্তুতে আবারও মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
হুথি লক্ষ্যবস্তুতে আবারও মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও  হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এডেন উপসাগরে মার্কিন মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ড্রোন হামলার শিকার হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।

গত এক সপ্তাহে এটি ছিল ইয়েমেনে মার্কিন বাহিনীর চতুর্থ হামলা।

বুধবার মধ্যরাতে হুথিদের ১৪টি মিসাইল লঞ্চিং সাইটে হামলা চালানো হয়। জাহাজ এবং সাবমেরিন থেকেও হুথিদের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে মার্কিন বাহিনী। হামলায় টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।  

একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এই দিন ইয়েমেনের হোদেইদাহ, তাইজ, আল-বায়দা এবং সাদা অঞ্চলে হুথি বিদ্রোহী গোষ্ঠীর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

গত সোমবার প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে হামলা চালায় হুথিরা। এরপর গতকাল দ্বিতীয়বারের মত মার্কিন জাহাজে হামলা চালায় তারা।  

যুক্তরাষ্ট্রে আবারও হুথি বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করবে বলে ঘোষণা দিয়েছে। এর ফলে এই গোষ্ঠীটির যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করতে পারবে দেশটি এবং হুথি নেতার যুক্তরাষ্ট্রের ভিসা থেকে বঞ্চিত হবে।  

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এমএম     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।