ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দ্বিরাষ্ট্রীয় সমাধানকে আবারও অগ্রাহ্য করলেন নেতানিয়াহু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
দ্বিরাষ্ট্রীয় সমাধানকে আবারও অগ্রাহ্য করলেন নেতানিয়াহু 

দ্বিরাষ্ট্রীয় সমাধানকে আবারও অগ্রাহ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের উচিত সব ফিলিস্তিনি ভূখণ্ডের নিরাপত্তার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা। তার এই শর্ত একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ‘বিপরীত’।

গতকাল শনিবার এ মন্তব্য করেন নেতানিয়াহু। যদিও গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের দেওয়া দ্বিরাষ্ট্রীয় সমাধানকে নেতানিয়াহু উড়িয়ে দেননি বলে গত শুক্রবার দাবি করেছিলেন জো বাইডেন। তবে বাইডেনের এই কথাকে পরদিনই উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার ফোনে কথা বলেন। ফোনালাপে তারা ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নীতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাস পরাজিত হওয়ার পর গাজার নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে, যাতে গাজা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হতে না পারে। এ বিষয়টি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিপন্থী।

ইসরায়েলের পাশাপাশি একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। ধারণাটি ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ নামে পরিচিত, যা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।  

নেতানিয়াহুর গতকালের বক্তব্যের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, শুধু দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা না বলে এখন সময় এসেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার।

 

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।