ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি: ব্লিংকেন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি: ব্লিংকেন 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন জানিয়েছেন, নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন।  

তেল আভিভে ব্লিংকেন সাংবাদিকদের জানান, নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন।

এখন হামাস তা মেনে নিক। ইসরায়েলের বন্দিদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে।

ব্লিংকেন বলেছেন, এটা নির্ণায়ক মুহূর্ত। যুদ্ধবিরতি করে বন্দিদের ঘরে ফেরানোর এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না। খবর ডয়চে ভেলে

তেল আভিভ সফর শেষে ব্লিংকেন এখন কাতারের সঙ্গে এই যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন। মধ্যস্থতাকারীদের একাংশ মনে করছেন, যুদ্ধবিরতি চুক্তি এবার হয়ে যাবে। এই সপ্তাহের শেষদিকে মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।  

তবে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার ফলে এই সংঘাত আরো বাড়ার আশংকাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা,আগস্ট ২০,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।