শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে হিমালয় কন্যা নেপালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার রাত ২টা ৫১ মিনিট (নেপালের স্থানীয় সময়) এ ভূমিকম্প আঘাত হনে।
ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির অন্তত ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থলটি ছিল।
নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা কম্পনের মাত্রা ৬.১ জানালেও ইউএসজিএস জানিয়েছে কম্পনের মাত্রা ৫.৫।
প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআইএস